Uthchhe Jege Sakal Gulo in Bengali
Song: Uthchhe Jege Sakal Gulo
Singer: Shreya Ghoshal
Language: Bengali Song
উঠছে জেগে সকালগুলো,
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম,
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে (x2)
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
খুনসুটি আর ঝগড়াঝাটি,
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল (x2)
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
আয় চলে আয়..
FAQ About Uthchhe Jege Sakal Gulo Song:
Who is the Singer of the song ‘Uthchhe Jege Sakal Gulo?
Shreya Ghoshal has sung the song “Uthchhe Jege Sakal Gulo“.
Who wrote the lyrics of the song? “Uthchhe Jege Sakal Gulo“?
Priyo Chattopadhyay & Prasen has written the lyrics of “Uthchhe Jege Sakal Gulo“.
Who is the Music Director of the song ‘Uthchhe Jege Sakal Gulo?
Debojyoti Mishra directed the music of the song “Uthchhe Jege Sakal Gulo“.