Tumi Sagor Joler Majhe Vasiye Dile Lyrics | তুমি সাগর জলের মাঝে লিরিক্স

Tumi Sagor Joler Majhe Vasiye Dile in Bengali

Song: Tumi Sagor Joler Majhe Vasiye Dile
Singer: Kumar Sanu
Language: Bengali Song

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

থাকবো স্মৃতি নিয়ে একাকি ঘরে
ঘুম নেই দুচোখে অন্ধকারে,
ভোরের পাখিরা আজ কান্না শুনে
উড়ে যায় দুঃখী মনে আসে না ফিরে।
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

কতদিন দেখিনি যে তোমার ওই মুখ
পেয়েছো কি খুঁজে তুমি পেয়েছো কি সুখ,
হাজার তুফান আর ঝড় আসুক
আশায় থাকবো আমি যে যাই বলুক।
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

FAQ About Tumi Sagor Joler Majhe Vasiye Dile Song:

Who is the Singer of the song ‘Tumi Sagor Joler Majhe Vasiye Dile?

 Kumar Sanu has sung the song “Tumi Sagor Joler Majhe Vasiye Dile”.

Who wrote the lyrics of the song? “Tumi Sagor Joler Majhe Vasiye Dile“?

Ethun Babu has written the lyrics of “Tumi Sagor Joler Majhe Vasiye Dile“.

Who is the Music Director of the song ‘Tumi Sagor Joler Majhe Vasiye Dile?

Ethun Babu directed the music of the song “Tumi Sagor Joler Majhe Vasiye Dile“.

Spread the love

Leave a Comment