Tumi Elena Keno Elena in Bengali
Song: Tumi Elena Keno Elena
Singer: Kumar Sanu
Language: Bengali Song
তুমি এলেনা.. কেন এলেনা..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।
তুমি এলেনা .. কেন এলেনা ..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়।
তুমি এলেনা .. কেন এলেনা ..
ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে হে হে,
ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে।
চমকাতো বিজলী, কালো মেঘে তাই
তাকে তুমি, ভুলে গেলে কি হলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলেনা .. কেনো এলেনা ..
আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা হা হা,
আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা।
কোথায় সে স্বপ্ন, খুঁজে বলো পাই
কথা দিয়ে, রাখলেনা কি হলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলে না.. কেনো এলে না..
ভাঙা ভাঙা মন আমার কি পেলো
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়,
তুমি এলেনা.. কেনো এলে না…
FAQ About Tumi Elena Keno Elena Song:
Who is the Singer of the song ‘Tumi Elena Keno Elena?
Kumar Sanu has sung the song “Tumi Elena Keno Elena“.
Who wrote the lyrics of the song? “Tumi Elena Keno Elena“?
Pulak Banerjee has written the lyrics of “Tumi Elena Keno Elena“.
Who is the Music Director of the song ‘Tumi Elena Keno Elena?
Arup Pranay directed the music of the song “Tumi Elena Keno Elena“.