Tumi Ebar Lyrics | তুমি এবার লিরিক্স

Tumi Ebar in Bengali

Song: Tumi Ebar
Singer: Somlata Acharyya Chowdhury
Language: Bengali Song

সকালের আলো মেখে
চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালবাসো, তুমি এবার।

সকালের আলো মেখে
চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়
খুঁজে সুর পাবে আবার,
সেই শিশি বোতল ওয়ালার ডাক
বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালবাসো, তুমি এবার
নিজেকে ভালবাসো, তুমি এবার।

কবরের খবর তো নয়
জ্যান্ত জীবনী,
ট্রাফিকের শেষ প্রলাপ শোনায়,
হেঁটে গেছো বহুবার, কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক
বলে যে গেছে সেই চলে যাক,
নিজেকে ভালবাসো তুমি এবার।

সারাদিন ছুটে মরা, মিনি-বাসটায়
কাঁধে মুখ রেখো আবার,
বেঁচে থাকা দিয়ে মাখা, দই-ফুচকায়
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক
বলে যে গেছে সেই চলে যাক,
নিজেকে ভালবাসো তুমি এবার,
নিজেকে ভালবাসো, তুমি এবার।

Tumi Ebar Lyrics in English

Sokaler alo mekhe char chaka paaye,
kobe dur jabe abar !
Brishtite bheja chokhe railing taakay ….
Khunje sur paabe abar !
Sei harano chorui-er daak,
Bole je gechhe se chole jaak ….
Nijeke bhalobaso tumi ebar !

Sokaler alo mekhe char chaka paye,
kobe dur jabe abar !
Brishtite bheja chokhe railing taakay ,
Khunje sur paabe abar !
Sei shishi botol walar daak
Bole je geche se chole jak …
Nijeke bhalobaso tumi ebar ! (X2)

Koborer khobor to noy ..
Jyanto jeeboni ..

traffic er sesh golaap shonay !
Hente gechho bohubar..
Kintu dekhoni kibhabe roj sandhye ghonaay !
Sei haat chhere cycle-er daak
Bole je gechhe se chole jak
Nijeke bhalobaso tumi ebar !

Saradin chhute mora Mini-bus-taay ,
Kandhe mukh rekho abar !
BeNche thaka diye makha

doi phuchkaay
Chekhe sukh dekho abar !
Sei harano chorui-er daak,
Bole je gechhe se chole jaak
Nijeke bhalobaso tumi ebar !

FAQ About Tumi Ebar Song:

Who is the Singer of the song ‘Amader Kothagulo?

Somlata Acharyya Chowdhury has sung the song “Tumi Ebar“.

Who wrote the lyrics of the song? “Tumi Ebar“?

 Neel Dutt has written the lyrics of “Tumi Ebar“.

Who is the Music Director of the song ‘Tumi Ebar’?

Mainak Bhaumik​ directed the music of the song “Tumi Ebar”.

Spread the love

Leave a Comment