Tui Naki Ma Dayamoyee in Bengali
Song: Tui Naki Ma Dayamoyee
Singer: Gurujeet Singh
Language: Bengali Song
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে (x2)
দানে নাকি সারা বিশ্ব,
ভরে আছে দিকে দিকে
দানে নাকি সারা বিশ্ব,
ভরে আছে দিকে দিকে
তুই নাকি মা দয়াময়ী।
রূপে, রসে, গন্ধে-গানে,
সকল ভাবে সকল খানে (x2)
তুই নাকি মা আসিস নিজে,
তুই নাকি মা আসিস নিজে,
ডাকিস মোরে স্নেহের ডাকে।
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে
তুই নাকি মা দয়াময়ী।
এতই যদি দয়াময়ী,
এতই যদি স্নেহময়ী (x2)
রাখলি কেন কাঙাল করে,
অধম করে এ বালকে
দুঃখ যদি তোর ছিল জানা,
সুখ দিতে কে করলো মানা
দুঃখ যদি তোর ছিল জানা,
সুখ দিতে কে করলো মানা
শক্তি বুঝি ফতুর হলো,
ভক্তি দিতে অধমটাকে।
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে
তুই নাকি মা দয়াময়ী।
FAQ About Tui Naki Ma Dayamoyee Song:
Who is the Singer of the song ‘Tui Naki Ma Dayamoyee?
Gurujeet Singh has sung the song “Tui Naki Ma Dayamoyee”.
Who wrote the lyrics of the song? “Tui Naki Ma Dayamoyee“?
Sree Abhay has written the lyrics of “Tui Naki Ma Dayamoyee“.
Who is the Music Director of the song ‘Tui Naki Ma Dayamoyee
Sree Abhay directed the music of the song “Tui Naki Ma Dayamoyee“.