Tor Mayabi Chokh Lyrics | ওই তোর মায়াবী চোখ লিরিক্স

Tor Mayabi Chokh  in Bengali

Song: Tor Mayabi Chokh 
Singer: Shreya Ghoshal & Jeet Ganguly
Language: Bengali Song

ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো,
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো।
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো।

একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো,
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো,
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো।
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো,
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো।।

মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর
মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর,
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর।

আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাবো,
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাবো,
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো।
একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো,
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো।।

দিনে রাতে জড়িয়ে দে, আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে, আদরের হাত,
সে যেন আগে ছিল, যে এল হঠাৎ
সে যেন আগে ছিল, যে এল হঠাৎ।

ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো,
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো।
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো।
একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো,
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো।।

FAQ About Tor Mayabi Chokh  Song:

Who is the Singer of the song ‘Tor Mayabi Chokh ?

 Shreya Ghoshal & Jeet Ganguly has sung the song “Tor Mayabi Chokh “.

Who wrote the lyrics of the song? “Tor Mayabi Chokh “?

Prasen has written the lyrics of “Tor Mayabi Chokh “.

Who is the Music Director of the song ‘Tor Mayabi Chokh ?

Jeet Gannguli directed the music of the song “Tor Mayabi Chokh “.

Spread the love

Leave a Comment