Tomay Poreche Mone Lyrics in Bengali
Song: Tomay Poreche Mone
Singer: Kishore Kumar
Language: Bengali Song
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়, হায়..
তোমায় পড়েছে মনে।।
ভিজে যাওয়া বরষার হাওয়া
কেন নিয়ে এলো বেদনার খেয়া,
মেঘলা মনের কিনারায়, হায়..
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়
হায়.. তোমায় পড়েছে মনে।।
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল,
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল,
মিলন পিয়াসী মন জাগে
রাতের পেয়ালা ভরে অনুরাগে,
কুহেলী ঘেরা এ বরষায়, হায়..
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়, হায়..
তোমায় পড়েছে মনে
তোমায় পড়েছে মনে,
তোমায় পড়েছে মনে।।
Tomay Poreche Mone Lyrics in English
Tomay poreche mone
abar srabono dine,
ekla boshe niralay…hay
tomay poreche mone…
Bhije jawa boroshar hawa,
keno niye elo bedonar kheya
meghla moner kinaray Hay…
Nirashay dube jawa ei niralay…
Tomay poreche mone
abar srabono dine
ekla boshe niralay…hay
tomay poreche mone…
Tonu-shoro sheetey koto futeche komol
monomondhu-kor tai hoyeche pagol
Tonu-shoro sheetey koto futeche komol
monomondhu-kor tai hoyeche pagol
milon piyashi mon jagey
rater kheyal ar bhorer onuragey
kuheli gheray boroshay…hay…
Nirashay dube jawa ei niralay…
Tomay poreche mone
abar srabon dine
ekla boshe niralay…hay
tomay poreche mone
tomay poreche mone
tomay poreche mone…
FAQ About Tomay Poreche Mone Song:
Who is the Singer of the song ‘Tomay Poreche Mone?
Kishore Kumar has sung the song “Tomay Poreche Mone“.
Who wrote the lyrics of the song? “Tomay Poreche Mone“?
Gauriprasanna Mazumder has written the lyrics of “Tomay Poreche Mone“.
Who is the Music Director of the song ‘Tomay Poreche Mone‘?
Shakti Samanta directed the music of the song “Tomay Poreche Mone“.