Tomay Debar Mato Lyrics in Bengali
Song: Tomay Debar Mato
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
অন্ধকারে একটি মৃদু আলো
একটু হাওয়া আঁজলা ভরে জল
একটা পাহাড় নাম না জানা নদী
সবুজ পাতায় রোদের চলাচল
আকাশ কেঁদে বুক ভাসিয়ে দিলে
দিগন্ত ওই যেমন একাকার.
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার …
Ye yeh ye yeh ye he ye he
Ye yeh ye yeh he he aa ha ha
Ye yeh ye yeh ye he aa ha ha
তোমায় দিলাম প্রথম যৌবনের
ঠোঁটের আগুন, পাগল করা সুখ
বোতাম ছেঁড়া বুকের পাগলামি
আমার ছিল, না হয় তোমার হোক .
তোমায় দিলাম রোদের পিছু পিছু
স্তব্ধ দুপুর. ফড়িং ধরার খেলা
কান্না চেপে একা অনেক দূরে.
দাঁড়িয়ে থাকা আমার ছেলেবেলা .
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার ।
তোমার নামে যেমন বেঁচে আছি
তোমার নামে তেমন যেন মরি.
আমার ব্যাথা উপুড় করা ছাড়া
তোমায় আমি আর কি দিতে পারি
তোমায় দিলাম আমার জেগে থাকা
অনেক পুড়ে ধূসর ধ্রুবতারা
আগুন জ্বলা বুকের সবই তোমার
ভালোবাসার শান্তি টুকু ছাড়া .
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার .
Ye yeh ye yeh ye he he he
Ye yeh ye yeh he he aa ha ha.
Ye yeh ye yeh ye he he he
Ye yeh ye yeh he he aa ha ha haaa.
Tomay Debar Mato in English
Ondhokare ekti mridu alo
Ektu hawa ajla vore jol
Ekta pahar nam na jana nadi
Sobuj patai roder cholachol
Akash Kede buk vasia dile
Digonto oi jemon ekakar
Bolo bolo tomay debar moto
Esob chare ki ache amar
Bolo bolo tomay debar moto
Esob chare ki ache amar