Tomay Chowar Icche in Bengali
Song: Tomay Chowar Icche
Singer: Shiekh Sadi
Language: Bengali Song
তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
গল্প লিখি যত্ন করে
তোমায় শোনাবো তাই,
আসবে ফিরে পূর্ণ করে
দিবে আমায় পুরোটাই।
আমার চোখের কোণে ক্ষত
তোমায় আবছা দেখি কত,
জল মুছে দিবে কবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
স্মৃতির আগুন পুড়ছে পুড়ুক
আমার ভেতর বাহির,
প্রহর গুনে মনটা আজও
হয়ে থাকে অধীর।
তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
FAQ About Tomay Chowar Icche Song:
Who is the Singer of the song ‘Tomay Chowar Icche?
Abir Biswas & Rahul Dutta has sung the song “Tomay Chowar Icche“.
Who wrote the lyrics of the song? “Tomay Chowar Icche“?
Abir Biswas & Rahul Dutta has written the lyrics of “Tomay Chowar Icche“.
Who is the Music Director of the song ‘Tomay Chowar Icche?
Abir Biswas & Rahul Dutta directed the music of the song “Tomay Chowar Icche”.