Tomar Pasher Desh Lyrics in Bengali
Song: Jojor Gaan
Singer: Arijit Singh
Language: Bengali Song
তোমার পাশের দেশ ,
তোমার পাশের বাড়ি।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি।
ও সবই তো গল্পের বই,
হাজার রঙের সুর
চার থেকে রোদ্দুর,
মলাটের নাম ধরে ডাকে।
তুমি তো ফিরে পেলে তাকে,
আমি পেলাম কই?
সবই তো গল্পের বই।
পুতুল নাচের মতো,
সারা গায়ে সুতো যত,
আমি তো আসলে কেউ নই।
মাঝির বসান এক ছই,
কখনো তোমার পাশে,
মেঘলা আষাঢ় মাসে,
কখনো একলা সরু গলি।
ভোরের আযানে চোখ খুলি,
বাতাসে সে হরিবোল খই।
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
তুমিও তো গল্পের বই,
তুমিও তো গল্পের বই।
তোমার পাশের দেশ ,
তোমার পাশের বাড়ি।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি।
Tomar Pasher Desh Lyrics in English
Tomar Pasher Desh,
Tomar Pasher Bari
Tomar kothar resh,
Tomar pasher gari
O shobi to golper boi
Hajar ronger sur
Chand theke roddur
Molater naam dhore dake
Tumi to phire pele take
Ami pelam koi
Sobi toh golper boi
Putul nacher moto
Sara gaaye suto joto
Ami toh asole keu noi
Majhir boshan ek choi
Kokhono tomar pashe
Meghla ashar mashe
Kokhono ekla soru goli
Bhorer ajane chokh khuli
Batase se horibol koi?
Ami ki tomar keu hoi ?
Ami ki tomar keu hoi ?
Ami ki tomar keu hoi ?
Ami ki tomar keu hoi ?
Tumio to golper boi
Tumio to golper boi
Tomar Pasher Desh,
Tomar Pasher Bari
Tomar kothar resh,
Tomar pasher gari
FAQ Section:
Who is the Singer of the song ‘Tomar Pasher Desh‘?
Arijit Singh has sung the song “Tomar Pasher Desh“.
Who wrote the lyrics of the song? “Tomar Pasher Desh“?
Kaushik Ganguly has written the lyrics of “Tomar Pasher Desh“.
Who is the Music Director of the song ‘Tomar Pasher Desh‘?
Indraadip Das Gupta directed the music of the song “Tomar Pasher Desh“.