Tomar Jonmodine Lyrics in Bengali
Song: Tomar Jonmodine
Singer: Tushar Debnath
Language: Bengali Song
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
তোমার ফুলের টবে, নানান রঙের রোদে-
আমিও করবো স্নান ।
সুরেলা পিয়ানো থেকে উঠে,
ছুটে আসা রোদেলা দুপুরে-
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ ।
সমুদ্রতীরে ফেলে ছুঁড়ে ।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ সরু হতে থাকি ছায়াদের মতো ।
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
হাওয়াতে ভেসে বেড়ানো মানুষ,
তোমাকে ফুলের তোড়া দিয়ে ।
এরা কেউ খোঁজ রাখবে না,
ঘুরি আমি কতো চিঠি নিয়ে ।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি শীতের বিকেলে ।
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
তোমার ফুলের টবে, নানান রঙের রোদে-
আমিও করবো স্নান ।
Tomar Jonmodine Lyrics in English
Tomar Jonmodine, gopon khamer bhirey
Amio gaibo gaan.
Tomar phool er tobey, nanan ronger roude
Amio korbo snan.
Surela piano theke uthey
Chutey asa raudela dupure
Mathachara diye othey abeg.
Somudro tirey phele chunrey.
Kono asha nei jeneo,
Amio kromosho soru hotey thaki chayader moto.
Tomar Jonmodine, gopon khamer bhirey
Amio gaibo gaan.
Hawate bhese berano manush
Tomake phool er tora diye.
Era kew khonj rakhbe na.
Ghuri aami koto chithi niye.
Kono asha nei jeneo,
Amio kromosho fikey hoye asi sheeter bikeley.
FAQ About Moner Modhye Bhoy Song:
Who is the Singer of the song ‘Tomar Jonmodine‘?
Tushar Debnath has sung the song “Tomar Jonmodine“.
Who wrote the lyrics of the song? “Tomar Jonmodine“?
Anupam Roy has written the lyrics of “Tomar Jonmodine“.