Tomake Jotobari Lyrics |তোমাকে যতবারই লিরিক্স

Tomake Jotobari in Bengali

Song: Tomake Jotobari 
Singer: Rupankar Bagchi
Language: Bengali Song

তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।

কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
আ আ ..
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
কথা আমি লিখতে পারি সুর নেই গানে।

তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।

দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
আ আ ..
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
এ জীবনযাপন আমার কেউ কি জানে?

তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।

FAQ About Tomake Jotobari  Song:

Who is the Singer of the song ‘Tomake Jotobari ?

Rupankar Bagchi has sung the song “Tomake Jotobari “.

Who wrote the lyrics of the song? “Tomake Jotobari “?

Rupankar Bagchi has written the lyrics of “Tomake Jotobari “.

Who is the Music Director of the song ‘Tomake Jotobari ?

Rupankar Bagchi directed the music of the song “Tomake Jotobari “.

Spread the love

Leave a Comment