Tomake Balar Chilo Jato Lyrics in Bengali
Song: Tomake Balar Chilo Jato
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
তোমাকে বলার ছিলো,
যত আমি গান গাই,
যত গান গেয়ে যা্ই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালবাসি…
শিউলি ঝরা সকালে,
উদাসী কোন বিকেলে,
একা একা কানে কানে,
তোমাকে বলার ছিলো
ভালবাসি…
অনেক বলেছি তবু,
বলার যা বলিনি তা,
কি করে যে বলে ফেলি,
অথচ বলার ছিলো
ভালবাসি…
না হয় বলিনি আমি,
বললে না কেন তুমি,
চাওনি কি তুমি ও তা,
বলেতে মনের কথা
ভালবাসি…
যত আমি গান গাই,
যত গান গেয়ে যাই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালবাসি…