Sohosa Ele Ki in Bengali
Song: Sohosa Ele Ki
Singer: Rupankar Bagchi
Language: Bengali Song
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে
সহসা দিলে কি খবর জীবনের
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা পথের একান্তে এসে
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে (x2)
এখানে আর ভালো লাগার
মত কিছু পাবে না আর
সহজে, সহজে, সহজে
কোথায় যাবার কথা ছিলো
কোথায় কিছু পাওয়ার ছিলো
সহজে, সহজে, সহজে।
সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা পথের একান্তে এসে
সহসা এলে কি এ ভাঙা জীবনে।
আমার বুকে, লুকোনো এক
নিভু নিভু আলোর শিখা
আমার মুখে ঢেকেছে মুখ
আমার প্রেম একা একা (x2)
এবার বলো কোথায় যাবো
কোথায় জীবন ফিরে পাবো
সহজে, সহজে, সহজে
কোথায় প্রানের দেখা মেলে
জীবন ডাকে দু’হাত মেলে
সহজে, সহজে, সহজে।
সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙ্গা শহর জোড়া
ভাঙ্গা চোরা দিনান্তে এসে
সহসা এলে কি এ ভাঙ্গা জীবনে
সহসা দিলে কি খবর জীবনের..
FAQ About Sohosa Ele Ki Song:
Who is the Singer of the song ‘Sohosa Ele Ki?
Rupankar Bagchi has sung the song “Sohosa Ele Ki”.
Who wrote the lyrics of the song? “Sohosa Ele Ki“?
Kabir Suman has written the lyrics of “Sohosa Ele Ki“.
Who is the Music Director of the song ‘Sohosa Ele Kig?
Kabir Suman directed the music of the song “Sohosa Ele Ki“.