Sobar Durga Maa in Bengali
Song: Sobar Durga Maa
Singer: Kumar Sanu
Language: Bengali Song
ঢাকে যেই পড়লো কাঠি
হয়ে যায় জমজমাটি,
আলোরই খুশির রঙে সব।
ধনুচি নাচের তালে
নাচে মন সাতসকালে,
আমাদের এ দুর্গোউৎসব।
হ্যাঁ, বাংলা মাতলো আবার
পোশাকের রঙ্গীন বাহার,
ভুলে যাই আপন বা কে পর।
রমরমা মজাতে ভাই
প্রাণ খুলে নাচো সবাই,
মেতে যায় বাঙালিদের ঘর।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
মা গো তোমার আগমনে
ঘরে ঘরে খুশি থাক,
হৃদয় জুড়ে থাকলে আসিস
সব অন্ধকার দূরে যাক।
ছন্দেতে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশ বন,
শরতেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
FAQ About Sobar Durga Maa Song:
Who is the Singer of the song ‘Sobar Durga Maa?
Kumar Sanu has sung the song “Sobar Durga Maa”.
Who wrote the lyrics of the song? “Sobar Durga Maa“?
Shovon Ganguly has written the lyrics of “Sobar Durga Maa“.
Who is the Music Director of the song ‘Sobar Durga Maa?
Shovon Ganguly directed the music of the song “Sobar Durga Maa“.
- Toka Dile Lyrics |টোকা দিলে লিরিক্স
- Ei Fagune Lyrics |এই ফাগুনে লিরিক্স
- Raja Rani Rajkumari Lyrics |রাজা রানী রাজকুমারী লিরিক্স
- Dine Dine Tui Lyrics |দিনে দিনে তুই লিরিক্স
- Bidaay Lyrics |বিদায় লিরিক্স