Shobai Chup Lyrics:
Vocals: Sahana Bajpaie
Lyrics: Dipangshu Acharya
Composition: Prasen
Programming: Rudraneel Chowdhury
আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,জীবন কথা বলে, সবাই চুপ।আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে,জীবন কথা বলে, সবাই চুপ।আমার কাঁধে রাখা, চিবুক মেঘে ঢাকা,এ মায়া কার আঁকা, কি অপরূপ।সে খুব ভবঘুরে, সাজায় বহুদুরে,আলেয়া জুড়ে জুড়ে, আলোর স্তূপ।আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,জীবন কথা বলে, বাকিরা চুপ।জামিনী হলো যেই, কারোর দেখা নেই,এতো শীতল এই শ্বেত পাথর।বাতিল নীপবনে, কে কার কথা শোনে,তোমায় মনে মনে পাঠাই ভোর।ঘুমের শিরা কেটে, বানানো সিলুয়েটে,নীরবে যায় হেঁটে জোনাকি চোর।জামিনী হলো যেই, কারোর দেখা নেই,এতো শীতল এই শ্বেত পাথর।আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,জীবন কথা বলে, সবাই চুপ।
Shobai Chup Lyrics:
Amar hatu jole smritira vese choleJibon kotha bole sobai chupAmar kadhe rakha chibuk meghe dhakaE maya kaar anka ki oporupSe khub bhoboghure sajay bohudureAleya jure jure aalor stupJamini holojei karor dekha neiEto shitol ei shet pathorBatil nipobone ke kar kotha shoneTomay mone mone pathai bhor