Sei Falgun To Elo Lyrics | সেই ফাল্গুনতো এলো লিরিক্স

Sei Falgun To Elo in Bengali

Song: Sei Falgun To Elo
Singer: Kumar Sanu & Alka Yagnik
Language: Bengali Song

সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।

সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।

হায় তুমি বিনা.. কাটে না,
এ ক্ষন, এ দিন, এ রাত আমার ও বন্ধু।
হায় তুমি কেন.. বুঝনা,
এ প্রান, এ গান, এ মন তোমার ও বন্ধু।
কি করে যে সারা হবে
তোমার আমার এই ব্যবধান
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।

কেন টালবাহানা.. কর যে,
কাছে আরো, আমায় টেনে তুমি নাও না
সব দুঃখ ব্যথা.. জুড়াবে,
জনম, জনম, আমার তুমি হয়ে যাও না।
চির সাথী এই দুজনার
সব বিরহের হোক অবসান।
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বল গো বল ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।

FAQ About Sei Falgun To Elo Song:

Who is the Singer of the song ‘Sei Falgun To Elo?

 Kumar Sanu & Alka Yagnik has sung the song “Sei Falgun To Elo“.

Spread the love

Leave a Comment