Raja Mukut Pore Lyrics in Bengali
Song: Raja Mukut Pore
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
রাজা……
মুকুট পরে বসে আছ সিংহাস
নেরাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে
রাজা…
মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে
রাজা…………
পোষাকে আর জাঁকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়ে
পোষাকে আর জাঁকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়ে
যুদ্ধ জিতে আনছো ভূমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক ভালে
এক তিল যে শান্তি তোমার নেই তো প্রাণে
রাজা………..