Radio Jockey Lyrics in Bengali
Song: Radio Jockey
Singer: Rupam Islam
Language: Bengali Song
জেগে সারারাত কখন হয়েছে প্রভাত
আমি বুঝিনি বলেই
আর খুলিনি রেডিও
প্রাতঃ স্মরণীয় আমার শুভেচ্ছা নিও
তোমার সাবলীলতায়
ব্রেকফাস্ট শোও জমিও
জানি যন্ত্রের ঘেরাটোপে এখন যন্ত্র তোমার মন
কোনো বলে যন্ত্রহীন ফুরফুরে জীবন
আর তাই আল্লাদি উৎসাহে ধরছো
আম জনতার ফোন
তোমার ফালতু বকনিশাচে সবার মন কেমন কেমন।
হায়রে ভার্চুয়াল সখি সাধের রেডিও জকি ঠকিওনা
নিজেকে নিশি উজ্জাপনে
হাই সোসাইটির সম্মোহনে ৱিকিওনা।
ভিভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা খরচা দিয়োনা।
ক্রস রোডে ঘানায় সন্ধে
To be or Not to be-র দ্বন্দে
চেনা ফ্রেকুয়েন্সির ধন্ধে
বৃথা হারিও না।
জানি তোমার সঙ্গে মৈত্রী চুক্তি
হয়েছে বাতিল
ব্যাস্ত ষ্টুডিও তে এখন তুমি
বন্ধ মোবাইল।
কে ফের সন্দেহের ঢিলটা ছুড়ে দিচ্ছে ভেঙে দিল
আমার প্রেমের তাজমহলে ঢোকে প্রেমিকার কাতিল।
তুমি গেছো ফেলে হেলায় তোমার
প্রিয় বিনোদন
প্রেম ব্যাবসায়ী মগজে বেকার
অরণ্যে রোদন।
তোমার অংকের শীতলতাকে দোষী
বলা যাবে কি ?
থেকো রেডিওতেই একটিভ
থেকো রেডিওতেই একটিভ
থেকো রেডিওতেই একটিভ
পারফেক্ট রেডিও জকি।
হায়রে ভার্চুয়াল সখি সাধের রেডিও জকি ঠকিওনা।
নিজেকে নিশি উজ্জাপনে
হাই সোসাইটির সম্মোহনে ৱিকিওনা।
ভিভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা খরচা দিয়োনা।
ওওও – ক্রস রোডে ঘানায় সন্ধে
To be or Not to be-র দ্বন্দে
চেনা ফ্রেকুয়েন্সির ধন্ধে
বৃথা হারিও না।
Radio Jockey Lyrics in English
Jege shara-raat
kokhon hoyeche probhat
Ami bujhini bole
aar khulini radio
Pratyo shoroniyo
amar suvechcha nio
Tomar shabolilotay
breakfast showjomiyo
Jani jontrer gheratop-e ekhon
jontro tomar mon
Kono montro bole jontrona-heen
fur-fure jibon
Aar tai alladi utshay dhorcho
aam-jonotar phone
Tomar faltu bukni chand cheye shobbar
mon kemon kemon
Hay re virtual sokhi Sadher Radio Jockey thokiyo na
Nijeke nishi-udjaponey
high society-r somohone bikio na
Vvip pabi khuchro preme
ashol sona gochcha dio na
O.. cross-road e ghonay sondhey
Cross-road e ghonay sondhey
To be or not to be er donddey
Chena frequency-r dhondey
Eka poth hario na
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Radio Jockey‘?
Rupam Islam has sung the song “Radio Jockey“.
Who wrote the lyrics of the song? “Radio Jockey“?
Rupam Islam written the lyrics of “Radio Jockey“.
Who is the Music Director of the song ‘Radio Jockey‘?
Rupam Islam directed the music of the song “Radio Jockey“.