Radha Nache Go Lyrics |রাধা নাচে গো লিরিক্স

Song: Radha Nache Go
Singer: Sadhana Sargam
Language: Bengali Song

Radha Nache Go in Bengali

না না না না ওকে করোনা মানা
ও যে যাবে যমুনায়,
সেথা আছে যে কানা
সে তো কালিয়া সোনা,
মম আঁখি আয়না
মম মন ময়না।

ধিন তানা না না না
ধিন তানা না না না
ধিন তানা না না না না

রাধা নাচে গো
রাধা নাচে গো, নাচে গো আজি নাচে গো,
কানুর বংশী সুরে সুরে নাচে গো,
রাধা গায় গো, গায় গো আজি গায় গো
কানুর বংশী সুরে সুরে গায় গো।
এ যমুনা কূলে, এ কদম্ব তলে
এ যমুনা কূলে, এ কদম্ব তলে
তার গলায় ফুলমালা পরা গো।
রাধা নাচে গো, নাচে গো আজি নাচে গো
কানুর বংশী সুরে সুরে নাচে গো,
এ রাধা গায় গো, গায় গো আজি গায় গো
কানুর বংশী সুরে সুরে গায় গো।।

বিনা মেঘেতে নাচে গো ময়ূরও
বাজে গো বংশী নাচে গো ঘুঙ্গুরও,
বাজে গো বংশী নাচে গো ঘুঙ্গুরও,
বিনা দোষেতে কলঙ্ক লাগিলো
ভালোবেসে কানুরে কি যে জ্বালা হলো,
ভালোবেসে কানুরে কি যে জ্বালা হলো,
সা ধা নি, তা ধা নি তার বাঁকা চাহনে
এসে, সে হেঁসে নিল হৃদয় খানে, আমার
কানুরও বাঁশি আজ বাজে গো,
রাধা গায় গো, গায় গো আজি গায় গো,
এ রাধা নাচে গো, নাচে গো আজি নাচে গো
কানুর বংশী সুরে সুরে নাচে গো, ও
কানুর বংশী সুরে সুরে নাচে গো।।

ও হো, আহা, ও হো –

এই গোরা দেহে তব শ্যামল রঙ্গ
অঙ্গে অঙ্গে আমার খেলে তরঙ্গ,
অঙ্গে অঙ্গে আমার খেলে তরঙ্গ,
কত যে রূপ তার সেই একই অঙ্গ
তনুতে মনেতে বাজায় মৃদঙ্গ,
তনুতে মনেতে বাজায় মৃদঙ্গ।
হাঁসে গো ডাকে গো ও মুখচন্দ্রমা
তোমার ওই রূপের ও নেই যে উপমা,
আমার কানুরও বাঁশি আজ বাজে গো
রাধা নাচে গো, নাচে গো আজি নাচে গো।

রাধা নাচে গো,
এ রাধা নাচে গো, নাচে গো আজি নাচে গো
কানুর বংশী সুরে সুরে নাচে গো, ও
কানুর বংশী সুরে সুরে নাচে গো, ও
কানুর বংশী সুরে সুরে নাচে গো।

FAQ About Radha Nache Go Song:

Who is the Singer of the song ‘Radha Nache Go?

Sadhana Sargam has sung the song “Radha Nache Go”.

Who wrote the lyrics of the song? “Radha Nache Go“?

Goutam Kumar Chakraborty has written the lyrics of “Radha Nache Go“.

Who is the Music Director of the song ‘Radha Nache Go?

 Swarup Nayak And Rishabh Supriyo directed the music of the song “Radha Nache Go“.

Spread the love

Leave a Comment