Projapoti E Mon in Bengali
Song: Projapoti E Mon
Singer: Sreya Ghoshal
Language: Bengali Song
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না
সোনালী রোদ আঁকে আল্পনা
সোনালী রোদ আঁকে আল্পনা
স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।
মেঘলা আকাশ যদি রোদ না থাকে
স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে (x2)
শত্রু যদি মেঘ হতে চায়
শত্রু যদি মেঘ হতে চায়
সৈন্য নিয়ে সামনে আসুক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।
জীবন মানে কত স্বপ্ন দেখা
আঁধার আলো বুকে লুকিয়ে রাখা (x2)
স্বপ্ন ছাড়া ফিকে জীবন
স্বপ্ন ছাড়া ফিকে জীবন
বাঁচবো নিয়ে স্বপ্ন কল্পনা।
প্রজাপতি এ মন মেলুক পাখনা,
দূরে যত দূরে যায় যদি যাক না
সোনালী রোদ আঁকে আল্পনা
সোনালী রোদ আঁকে আল্পনা
স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।
FAQ About Projapoti E Mon Song:
Who is the Singer of the song ‘Projapoti E Mon?
Sreya Ghoshal has sung the song “Projapoti E Mon“.
Who wrote the lyrics of the song? “Projapoti E Mon“?
Himika Mukherjee has written the lyrics of “Projapoti E Mon“.
Who is the Music Director of the song ‘Projapoti E Mon?
Moinak Das directed the music of the song “Projapoti E Mon“.