Prem Esechilo lyrics | প্রেম এসেছিল লিরিক্স



Prem Esechilo lyrics in Bengali

Song: Prem Esechilo
Singer: Srikanto Acharya
Language: Bengali Song

প্রেম এসেছিল
নিশব্দ চরণে,

প্রেম এসেছিল
তাই স্বপ্ন মনে হল তারে
দিইনি তারে আসন,

প্রেম এসেছিল
বিদায় নিল যবে,

শব্দ পেয়ে
গেনু ধেয়ে
বিদায় নিল যবে,

শব্দ পেয়ে
গেনু ধেয়ে
সে তখন স্বপ্ন
কায়াবিহীন

নিশিথ তিমিরে বিলীন
দূর পথে দীপ শিখা
রক্তিম মরীচিকা
প্রেম এসেছিল

Spread the love

Leave a Comment