Prem Ekbari Eshechilo Nirobe in Bengali
Song: Prem Ekbari Eshechilo Nirobe
Singer: Lata Mangeshkar
Language: Bengali Song
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
সে যে এসেছিলো বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি (x2)
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
যে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
এ আঁধারে একাকী এ মন আজ
আধারেরই সাথে শুধু কথা কয়।
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো (x2)
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিনই হবে জানি মানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে
প্রেম একবারই এসেছিল নিরবে।
FAQ About Prem Ekbari Eshechilo Nirobe Song:
Who is the Singer of the song ‘Prem Ekbari Eshechilo Nirobe?
Lata Mangeshkar has sung the song “Prem Ekbari Eshechilo Nirobe“.
Who wrote the lyrics of the song? “Prem Ekbari Eshechilo Nirobe“?
Gauriprasanna Mazumder has written the lyrics of “Prem Ekbari Eshechilo Nirobe“.
Who is the Music Director of the song ‘Prem Ekbari Eshechilo Nirobe’?
Hemanta Mukherjee directed the music of the song “Prem Ekbari Eshechilo Nirobe”.