Phiriye Nish in Bengali
Song: Phiriye Nish
Singer: Pratik Kundu
Language: Bengali Song
যাক সব থেমে যাক
নিঝুম রাতের ছায়াতে,
থাক আজ পড়ে থাক
গল্প মিশে আঘাতে।
জানি সে ফেরেনি কখনও
আর এ মনে,
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
আজ তোর কথা হোক
দুঃখ সুখে মিলিয়ে,
জল ভেজালে চোখ
আদোরে যা মুছিয়ে।
চোখের আড়াল হয়েছো অভিমানে
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
বদলে যাওয়াটা সহজ তো নয়
তুই নিজেকে সামলে রাখিস,
আমি জেগে থাকি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
থাম সেই পথে থাম
যে পথে থাকছি আমি,
রোদ মাখলে শহর
লিখবে নতুন আগামী।
রাগ আর অভিমান বলনা
এসে সামনে,
সব কথা বোজানো যায়না
টেলিফোনে।
রাতের তারারা আমার কাছেই
করছে আমার নালিশ,
অবুঝ আমি খুব জানি সে তুইও
ওদেরও জানিয়ে দিস।
আমার মতন একাকী পথ
তুইও এভাবে হাঁটিস,
জেগে আছি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
FAQ About Phiriye Nish Song:
Who is the Singer of the song ‘Phiriye Nish?
Pratik Kundu has sung the song “Phiriye Nish“.
Who wrote the lyrics of the song? “Phiriye Nish“?
Pratik Kundu has written the lyrics of “Phiriye Nish“.
Who is the Music Director of the song ‘Phiriye Nish?
Krish Bose directed the music of the song “Phiriye Nish”.