Phagun Legechhe Sakhe Sakhe in Bengali
Song: Phagun Legechhe Sakhe Sakhe
Singer: Piu Mukherjee
Language: Bengali Song
আজ এ আনন্দ প্রভাতে
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
রঙের নেশায় দোলে মধু মাধবী,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
কোন ফাগুয়ার ছোঁয়ায়
মাতে ব্রজগণ নেশায় মগণ,
রঙ্গীন হাওয়ায় আজি
দোলে ত্রিভুবন, যেন নবজীবন,
খেলাতে, হাসিতে, বেলা বয়ে যায়।
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে
আজি এ আনন্দ প্রভাতে,
আজি এ আনন্দ প্রভাতে।
FAQ About Phagun Legechhe Sakhe Sakhe Song:
Who is the Singer of the song ‘Phagun Legechhe Sakhe Sakhe?
Piu Mukherjee has sung the song “Phagun Legechhe Sakhe Sakhe“.
Who wrote the lyrics of the song? “Phagun Legechhe Sakhe Sakhe“?
Ayesha Mukherjee has written the lyrics of “Phagun Legechhe Sakhe Sakhe“.
Who is the Music Director of the song ‘Phagun Legechhe Sakhe Sakhe?
Prattyush Banerjee Dutta directed the music of the song “Phagun Legechhe Sakhe Sakhe”.