Ore Manwa Re Lyrics in Bengali
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।
ও মন, হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়,
কত না হোলো তোলপাড়।
দু চোখ, দেখেছে তোকে আজ যেই,
হারিয়ে ফেলেছি খেই,
আমিও আমার কথা।
খেয়ালী দিন, মায়াবী রাত,
এক নিমেষে।
তাকালি তুই,আমি হঠাৎ,
অন্য দেশে ও ও .. মন,
হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়,
কত না হোলো তোলপাড়।
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।
কথা আসে, চুপি চুপি,
যদি ঠোঁটের পাতায়
আমি রাজি, মেখে নিতে,
সে আরাম সারা গায়ে ও ও..
এসে গেলো, দিশেহারা,
কিছু ইচ্ছে দেদার
জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার।
ও মন হয়ে যা তুই আজ রাত,
সাজাবো তারায় তারায়,
নিজের হাতে তোকে .
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা ।
তোকে কেন, এত বাসি
আমি দারুণ ভালো।
কানে কানে বলে গেলি,
আমার মন পালালো..
কি কারণে, এত চাওয়া,
কিছু পাওয়া হলে হোক।
পড়ে আছে তুলে রাখা,
কিছু কুড়োনো পালক।
ও মন, বাড়ায় যদি আজ হাত,
চাইবো তোকেই হঠাৎ,
নেশাতে শেষ চুমুকে
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।
Ore Manwa Re Lyrics in English
Ore manwa re, ore manwa re
ore manwa re kaisa hai tu baata
O mon, hariye boshe achi dekh
Prothom bareri dekhay
Koto na holo tolpaar
Du chokh, dekheche toke aaj je
Hariye felechi kheyi ami o amar kotha
Kheyali din, mayabi raat ek nimeshe..
Takali tui, ami hotath onna deshe
O.. Mon Hariye bose achi dekh
Prothom bareri dekhay
Koto na holo tolpaar…
Kotha ashe, chupi chupi jodi thoter patay
Ami raji, mekhe nite se aram sara gaay
Eshe gelo, dishehara kichu ichhe dedar
Jome thaka..ghotonara uthe ashuk ebar
O mon hoye ja tui aaj raat
Sajabo taray taray Nijer haathe toke