Oi Uthone in Bengali
Song: Oi Uthone
Singer: Rupankar Bagchi & Shaoni Mojumdar
Language: Bengali Song
তুই যে আমার আদর মাখা একলা উঠোন
মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন,
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।
চোখ বুঝে নিক চোখের ভাষা
আঙুল বুঝুক হাতের মন,
কোথায় কার হৃদয় ভাঙে
কেউ কেঁদে নেয় কিছুক্ষন।
কোথাও কার ভুল নদীতে
ডুব দিয়েছে কোন স্বজন,
ভুল বুঝেছে বুকের মধ্যে
লুকিয়ে থাকা আপনজন।
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।
কাঁদছে শহর, কাঁদছে রাস্তা
ঠাসাঠাসি মুখ দু’হাতে বস্তা,
ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে।
আবার কখনো মেট্রোর ভিড়ে
খুঁজছে আরাম বাস ট্রাম ছেড়ে
রাত হাতে করে নিরাপদ সহবাসে।
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।
FAQ About Oi Uthone Song:
Who is the Singer of the song ‘Oi Uthone?
Rupankar Bagchi & Shaoni Mojumdar has sung the song “Oi Uthone”.
Who wrote the lyrics of the song? “Oi Uthone“?
Anjan Kanjilal has written the lyrics of “Oi Uthone“.
Who is the Music Director of the song ‘Oi Uthone?
Soumyarit Nag directed the music of the song “Oi Uthone“.