Ochena Obhimaner Gaan Lyrics in Bengali
Song: Ochena Obhimaner Gaan
Singer: Minar Rahman
Language: Bengali Song
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
না বলা কথার বাঁকে
পুরোনো বইয়ের ফাঁকে,
পড়ে ছিল শুধু চিঠির খাম।
তুমিও হঠাৎ হারিয়ে গেলে অজানায়
স্বপ্নরা কোথায় মিলিয়ে গেলো
অচেনা ঠিকানায়।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
কত স্মৃতির আড়ালে
কত জোছনা হারালে,
কত বৃষ্টির ফোঁটায়
কত কান্না হারায়,
তুমি আগের মতো আছো কিনা
তা জানি না, তা জানি না।
আমিও বদলে যাবার মিছিলে
বদলে গিয়েছি, বদলে গিয়েছি।
সময় ফুরিয়ে গেলে
স্মৃতিরা ডানা মেলে
উড়ে উড়ে যায় আপন ঠিকানায়।
তুমিও বদলে গেলে
কোথায় হারিয়ে গেলে
খুঁজি তোমাকে ভুল ইশারায়।
দূর থেকেই
তোমায় দেখেছি একা দাঁড়িয়ে,
তোমায় নিয়ে লেখা কবিতা গুলো
সব কোথায় পালিয়ে।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
নানা নানা নানা না…
Ochena Obhimaner Gaan Lyrics in English
Hariye jabar agey
Bodle jabar agey
Jenechi shudhu tomar naam
Na bola kothar bake
Purono boier faake
Porechilo shudhu chithir kham
Tumio hotath hariye gele ojanay
Shopnera kothay miliye gelo
Ochena thikanay
Hariye jabar agey
Bodle jabar agey
Jenechi shudhu tomar naam
Koto smritir arale
Koto jochona harale
Koto brishtir fotay
Koto kanna haray
Tumi ager moto acho kina
Taa jani na, ta janina
Amio bodle jabar michile
Bodle giyechi, bodle giyechi
somoi furia gele
smriti ra dana male
ure ure jai apon thikanai
tumi o bodle gale
kothai haria gele
khuji tomake vul esarai
dur thekei
tomai dekhechi eka daria
tomai niye lekha kobita gulo
sob kothai palia
Hariye jabar agey
Bodle jabar agey
Jenechi shudhu tomar naam
na na na na na ..
FAQ About Ochena Obhimaner Gaan Song:
Who is the Singer of the song ‘Ochena Obhimaner Gaan?
Who wrote the lyrics of the song? “Ochena Obhimaner Gaan“?
Minar Rahman has written the lyrics of “Ochena Obhimaner Gaan“.
Who is the Music Director of the song ‘Ochena Obhimaner Gaan?
Minar Rahman directed the music of the song “Ochena Obhimaner Gaan“.