O Shyam Jakhan Takhan Lyrics | ও শ্যাম যখন তখন লিরিক্স

O Shyam Jakhan Takhan in Bengali

Song: O Shyam Jakhan Takhan
Singer: Shreya Ghoshal
Language: Bengali Song

ও শ্যাম যখন তখন
খেলোনা খেলা অমন,
ও শ্যাম যখন তখন
খেলোনা খেলা অমন,
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না
না না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না।

দুহাতে মনের সুখে
মাখবো আবির মুখে
আজকে এই খেলাতে হারবো না
না না
আজকে এই খেলাতে হারবো না।

ও শ্যাম যখন তখন
খেলোনা খেলা অমন,
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না
না না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না।।

কোরোনা আর সেই চাতুরী
ভেঙ্গে দেবো জারিজুরি,
কোরোনা আর সেই চাতুরী
ভেঙে দেবো জারিজুরি,
লোকেদের মন্দ কথার ধার ধারবোনা
লোকেদের মন্দ কথার ধার ধারবোনা,
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না
না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না।

ও শ্যাম যখন তখন
খেলোনা খেলা অমন,
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না
না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না।।

বারে বারে ফাঁকি দিয়ে
জিতে তুমি যাও পালিয়ে,
বারে বারে ফাঁকি দিয়ে
জিতে তুমি যাও পালিয়ে,
এ খেলা মানতে তোমার
আর পারবো না,
এ খেলা মানতে তোমার
আর পারবো না,
ও.. ধরলে আজ তোমায়‌ ছাড়ব না
না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বনা।

ও শ্যাম যখন তখন
খেলোনা খেলা অমন,
ধরলে আজ তোমায়‌ ছাড়বোনা
না না না
ধরলে আজ তোমায়‌ ছাড়বো না।।



FAQ About O Shyam Jakhan Takhan Song:

Who is the Singer of the song ‘O Shyam Jakhan Takhan?

Shreya Ghoshal has sung the song “O Shyam Jakhan Takhan“.

Who wrote the lyrics of the song? “O Shyam Jakhan Takhan“?

Pulak Banerjee has written the lyrics of “O Shyam Jakhan Takhan“.

Who is the Music Director of the song ‘O Shyam Jakhan Takhan?

Sudhin Dasgupta directed the music of the song “O Shyam Jakhan Takhan”.

Spread the love

Leave a Comment