O Jonaki Ki Sukhe Oi Dana Duti Melechho Lyrics in Bengali
Song: O Jonaki Ki Sukhe Oi Dana Duti Melechho
Language: Bengali Song
জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র
তোমার তাই বলে কি কম আনন্দ
তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ
তোমার যা আছে তা তোমার আছে
তুমি নও গো ঋণী কারো কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ
তোমার যা আছে তা তোমার আছে
তুমি নও গো ঋণী কারো কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ
তুমি ছোটো হয়ে নও গো ছোটো
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ
তুমি ছোটো হয়ে নও গো ছোটো
জগতে যেথায় যত আলো সবায় আপন করে ফেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দু’টি মেলেছ