O Chand Amar Ki Aporadh in Bengali
Song: O Chand Amar Ki Aporadh
Singer: Kumar Sanu
Language: Bengali Song
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে।
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি,
হো.. অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি।
ছলনাকে, প্রেম ভেবে, পেলাম আঘাত
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও, ও চাঁদ..
যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে,
হো.. যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে।
শুধু শুধু, কেনো দিলে, মরণের সাধ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
FAQ About O Chand Amar Ki Aporadh Song:
Who is the Singer of the song ‘O Chand Amar Ki Aporadh?
Kumar Sanu has sung the song “O Chand Amar Ki Aporadh”.
Who wrote the lyrics of the song? “O Chand Amar Ki Aporadh“?
Gautam Sushmit has written the lyrics of “O Chand Amar Ki Aporadh“.
Who is the Music Director of the song ‘O Chand Amar Ki Aporadh?
Babul Bose directed the music of the song “O Chand Amar Ki Aporadh“.