Nishidin Nishidin Baje Lyrics | নিশিদিন নিশিদিন লিরিক্স

Nishidin Nishidin Baje in Bengali

Song: Nishidin Nishidin Baje
Singer: Lata Mangeshkar
Language: Bengali Song

মন লাগে না..
তুমি বিনা মোর জীবন যেন
চাঁদনি বিহীনা রজনী হায় আ আ..

নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না।
গুনগুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।

স্বজন আমার থাকে দূরেতে
আসে সে কাছে শুধু সুরেতে।
হায় বিধি হল বাম, মোর শ্যাম
শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।

ছল ছল, ছল ছল যেত যমুনার জল
কুল কুল স্বরে বহিয়া,
আজ সে উজান, হায় তার প্রাণ
যায় না কিছু কহিয়া।

ললিতা বিশাখা সখী সজনী
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন, অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।

শন্ শন্ শন্ বহে তুফানি পবন
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর’বার হল একাকার
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না,
গুন গুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।

FAQ About Nishidin Nishidin Baje Song:

Who is the Singer of the song ‘Nishidin Nishidin Baje?

Lata Mangeshkar has sung the song “Nishidin Nishidin Baje“.

Who is the Music Director of the song ‘Nishidin Nishidin Baje’?

Salil Choudhury directed the music of the song “Nishidin Nishidin Baje”.

Spread the love

Leave a Comment