Nishiddho Porowana Lyrics | নিষিদ্ধ পরোয়ানা লিরিক্স | Prithibi Band

Nishiddho Porowana Lyrics in Bengali

Song: Nishiddho Porowana
Singer: Koushik Chakraborty
Language: Bengali Song

রাতজাগা নারীর শোকে
দেখেছি প্রথম কালো,
যৌনতা শুধু কালো রঙে সেজে রাত
দালালবৃত্তি ভালো।
দেহবিক্রির সাজানো বাগানে
ফুটেছে নতুন ফুল,
পুরুষপিতার ভুল তুমি যদিও
রুক্সানা বুলবুল ..

তবু বাড়ে বয়স অন্ধ গলিতে
চোখের সামনে ধর্ষিত মায়ের বুকে,
একবাটি দুধ-রুটি করছে তাড়া
তৃপ্ত দেহের চিৎকার দিচ্ছে আস্কারা..

ভেঙে দাও, চিবিয়ে খাও,
এই নষ্ট কাঙালপনা,
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে
দেবো নতুন ঠিকানা।
যেখানে আলো আর কালো মিশে
লাল হয়েছে এই আকাশ,
সে লালে রক্তের পরিচয়
বিনিময় জারি হয়
নিষিদ্ধ পরোয়ানা …

অন্ধকারের অভিশাপ কুড়োনোয়
তুমি এখনও মত্ত,
বাজি রেখে দাও নিজের জরায়ু
বাঁচার এটাই শর্ত।
সকাল হলে রাত নামে নিলামে
ভাঙতি পয়সা দিয়ে,
খুচরো বয়স টুকরো স্বপ্ন চোখে
বিছানায় গা এলিয়ে।

তবু চলে দরদাম ভদ্র বেশীদের
ময়লা দেহের খিস্তিখেউড় চাপা হাসিতে,
ভেবে খুন বাড়ে সন্তান প্রমাদ গোনে
কি দেবে বর্ণপরিচয় না পিত্রিপরিচয়..

ভেঙে দাও, চিবিয়ে খাও,
এই নষ্ট কাঙালপনা,
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে
দেবো নতুন ঠিকানা।
যেখানে আলো আর কালো মিশে
লাল হয়েছে এই আকাশ,
সে লালে রক্তের পরিচয়
বিনিময় জারি হয়
নিষিদ্ধ পরোয়ানা …

Nishiddho Porowana Lyrics in English

Raat jaga narir shoke
Dekhechi prothom kaalo
Jounota shudhu kalo ronge seje raat
Dalalbritti bhalo
Deho bikrir sajano bagane
Futeche notun ful
Purushpitar bhul tumi jodio
Ruksana bulbull

Tobu bare boyos ondho golite
Chokher samne dhorshit mayer buke,
Ek bati dudh ruti koreche tara
Tripto deher chitkar dicche askara…

Venge dao chibiye khao
Ei nosto kangalpona
Nosto maayer sposto bhrun ke
Debo notun thikana
Jekhane aalo aar kalo mishe
Laal hoyeche ei akash
Se laale rokter porichoy
Binimoy jari hoy nisiddho poroyana

FAQ About Nishiddho Porowana Song:

Who is the Singer of the song ‘Nishiddho Porowana‘?

Koushik Chakraborty has sung the song “Nishiddho Porowana“.

Who wrote the lyrics of the song? “Nishiddho Porowana“?

Koushik Chakraborty has written the lyrics of “Nishiddho Porowana“.

Spread the love

Leave a Comment