Nilame Uthche Desh in Bengali
Song: Nilame Uthche Desh
Singer: Nachiketa Chakraborty
Language: Bengali Song
নিলামে উঠছে দেশ,
নিলামে উঠছে দেশ,
কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজ টা করে তাক
ব্রিহন্নলাই আছে সিতা।
হো হো হো নিলামে উঠছে দেশ
কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজ টা করে তাক
ব্রিহন্নলাই আছে সিতা।
আমরা অকিঞ্চন জনতা জনার্দন
ধর্মেজিরাফে দুইয়ে আছি
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।
দূর্গা পুজোর মতো ফি বছর ভোট,
আদর্শ বদলায় ভোটে একজোট
ধর্মের হাত ধরে সাজে অমায়িক,
তবু নাকি চেনা নয় সাম্প্রদায়িক।
সামান্য টেনশন তদান্ত কমিসন,
গণতন্ত্রের মুখে মাছি
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।
সংবাদ পত্র দৈনিক বা পক্ষ,
শকুনিও নাকি শোনা জায় নিরপেক্ষ
মহাভারতের কথা অমৃত সমান,
পুনরাবৃত্তি সেই রিমেকের গান।
হাওলা গাওলা সব
স্যাওলার মতো ভেসে গেলে
দুই হাত তুলে নাচি,
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।
FAQ About Nilame Uthche Desh Song:
Who is the Singer of the song ‘Nilame Uthche Desh‘?
Nachiketa Chakraborty has sung the song “Nilame Uthche Desh“.
Who wrote the lyrics of the song? “Nilame Uthche Desh“?
Nachiketa Chakraborty has written the lyrics of “Nilame Uthche Desh“.
Who is the Music Director of the song ‘Nilame Uthche Desh‘?
Nachiketa Chakraborty directed the music of the song “