Neel Neel Akashe Lyrics in Bengali
Song: Neel Neel Akashe
Singer: Kishore Kumar
Language: Bengali Song
নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে (x2)
নীল নীল আকাশে, লা লা লালা..
ও হো.. উঁচু উঁচু পর্বত
যেমন চায় ছুঁতে আকাশকে
তৃষ্ণার্ত এই নদী,
যেমন চায় পেতে সাগর কে (x2)
প্রেম-ডোরে বাঁধবো যারে,
ভালোবাসা দিয়ে তারে
মন আমার চায় যাকে,
কোথায় আমি খুঁজি তাকে।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে
নীল নীল আকাশে, লা লা লালা..
ও হো.. ঝাঁকে ঝাঁকে স্বপ্ন
ফের নামছে নীড় আজ খুঁজতে
দিশাহারা মন যে, চায়না কিছুই বুঝতে (x2)
প্রেম যে বন্যা তা, মন তো জানতো না
কে আমার মন কে আজ,
এসে তাই ছুঁয়ে যায়।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, লা লা লালা..
ও হো.. ঝির ঝির করে শ্রাবন
আজ খুশির বান চালিয়ে
সাত রঙের এই বর্ষাতে
প্রাণ আমার যায় জ্বালিয়ে (x2)
প্রেম সাগরে নাইবো, ডুব দিয়েই মরবো
কিছু তো চায় না সে, স্বর্গ পেয়েছে যে।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, লা লা লালা..
Neel Neel Akashe Lyrics in English
Nil Nil Akashe Chand Oi Jokhon Ashe
Bhalobasha Choriye Mon Amar Bhoriye
Emon Keu Saathi Koi
Emon Keu Kache Koi
Trishna Moner Mitiye Jaaye
Nil Nil Akashe la la la la…
O Ho.. Uchu Uchu Porbot
Jemon Chaay Chute Akash-ke
Trisnarto Ei Nodi
Jemon Chaay Pete Sagor-ke(x2)
Prem Dor-e Bandhbo Jaare
Bhalobasha Diye Taare
Mon Amar Chay Jaake
Kothay Ami Khuji Taake
Emon Keu Saathi Koi Emon Keu Kache Koi
Trishna Moner Mitiye Jaaye
Nil Nil Akashe la la la la…
O Ho.. Jhir Jhir Kore Shrabon
Aaj Khushir Baan Chaliye
Saat-ronger Ei Borsha-te
Praan Amar Jaay Jwaliye(x2)
Prem Sagore Naibo Doob Diyei Morbo
Kichu-to Chaay Na Se Srgo Peyeche Je
Emon Keu Saathi Koi Emon Keu Kache Koi
Trishna Moner Mitiye Jaaye
Nil Nil Akashe Chand Oi Jokhon Ashe
Bhalobasha Choriye Mon Amar Bhoriye
Emon Keu Saathi Koi
Emon Keu Kache Koi
Trishna Moner Mitiye Jaaye
Nil Nil Akashe la la la la…
FAQ About Neel Neel Akashe Song:
Who is the Singer of the song ‘Neel Neel Akashe?
Kishore Kumar has sung the song “Neel Neel Akashe“.