Naam Harano Kono Pother Thikana Lyrics | নাম হারানো কোন পথের ঠিকানায় লিরিক্স

Naam Harano Kono Pother Thikana in Bengali

Song: Naam Harano Kono Pother Thikana
Singer: Srikanto Acharya
Language: Bengali Song

নাম হারানো কোন পথের ঠিকানায়,

নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়
তাই রাতের শেষে রোদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

ফেলে আশা কোন দিনের নিরবতা
জেগে ওঠে আজ অন্য মোখরতায়,
ফেলে আশা কোন দিনের নিরবতা
জেগে উঠে যেন বলে যেতে চায়।
যাবে যদি চলো অন্য পথে,
যে পথে মন যেতে চায়
বেধেঁ নিও গান অন্য সুরে,
স্বপনে আবেসে ভেসে যেতে যেতে
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

কালো মেঘে ঐ তারা দেখো জ্বলে
ঢেউ ওঠে তাই কি নিথর নদী জলে,
কালো মেঘে ঐ তারা দেখো জ্বলে
নদী জলে ঢেউ শোনো বলে যায়।
পাড়ি দেবো আজ অন্য সাগর
নোনা হাওয়া মেখে গায়,
মিলাবো হাত আজ অন্য হাতে,
আলোতে ছায়াতে মিসে যেতে যেতে।
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়
তাই রাতের শেষে রোদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..
নাম হারানো কোন পথের ঠিকানায়,
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

FAQ About Naam Harano Kono Pother Thikana Song:

Who is the Singer of the song ‘Naam Harano Kono Pother Thikana?

Srikanto Acharya has sung the song “Naam Harano Kono Pother Thikana“.

Who wrote the lyrics of the song? “Naam Harano Kono Pother Thikana“?

Arna Seal has written the lyrics of “Naam Harano Kono Pother Thikana“.

Who is the Music Director of the song ‘Naam Harano Kono Pother Thikana?

Banikantha directed the music of the song “Naam Harano Kono Pother Thikana“.

Spread the love

Leave a Comment