Mukh Tule Takiyo Na Aar in Bengali
Song: Mukh Tule Takiyo Na Aar
Singer: Somlata Acharyya Chowdhury
Language: Bengali Song
মুখ তুলে তাকিয়ো না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায়।
মুখ তুলে তাকিয়ো না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায়।
অপেক্ষা হাজার বছর
তারা ঢাকা মেঘের পাড়ায়,
সময়ের গাড়ী ছুটে যায়
ক্লান্ত এ হাতের রেখায়।
অভিসারে ভেসে ওঠে
পুড়ে যাওয়া কথা ঠোঁটে,
ডুবে যেতে ছিল রাজী ,
হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায়।
দু’চোখে জল, কোলাহল থেমে যায় আজ
দুজনে দুই কিনারায়।
যদি পারো বলো তাকে
একা একা কোনো বাঁকে,
ডাক নামে যদি ডাকে,
ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায়।
খেয়ালি সুর যতদূর ভেসে যেতে চায়
সে সুর মেঘ কুয়াশায়।
মুখ তুলে তাকিয়ো না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায়।
অপেক্ষা হাজার বছর
তারা ঢাকা মেঘের পাড়ায়,
সময়ের গাড়ী ছুটে যায়
ক্লান্ত এ হাতের রেখায়।
FAQ About Mukh Tule Takiyo Na Aar Song:
Who is the Singer of the song ‘Mukh Tule Takiyo Na Aar?
Somlata Acharyya Chowdhury has sung the song “Mukh Tule Takiyo Na Aar“.
Who wrote the lyrics of the song? “Mukh Tule Takiyo Na Aar“?
Rajib Chakraborty has written the lyrics of “Mukh Tule Takiyo Na Aar“.
Who is the Music Director of the song ‘Mukh Tule Takiyo Na Aar’?
Jiit Chakraborty directed the music of the song “Mukh Tule Takiyo Na Aar”.