Mone Porle Lyrics in Bengali
মনে পড়লে অকারণ, কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়, তুই আজ ভেজার কারণ
মেঘেদের ডাক বাক্সে তোর চিঠি পৌঁছে দিলাম
ও হো হো
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়, রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়
মনে পড়লে অকারণ, কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়, তুই আজ ভেজার কারণ
লাস্ট ট্রেন হলে মিস, তোর কাছে করি আবদার
একজোড়া ট্রাম তার, তুই পাখিদের সংসার
রাতজাগা জোনাকি, তোর ঘুমে পাঠালাম
এই বাসস্টপ, কেউ নেই তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি খোলা আসমান
ভোর দিয়ে তোর ডানায় নতুন উড়াল দিলাম
মনে পড়লে অকারণ, কাউকে বলা বারণ রিমঝিম ঝিম বরষায়, তুই আজ ভেজার কারণ
Mone Porle Lyrics in English
Mone Porle Okaron, kauke bola baron
Rimjhim jhim boroshay, tui aaj bhejar karon
Megheder dak bakshe tor chithi pouche dilam
O ho ho
Haway raat pakhi gaan gaay
Chokh muchhe jay, rumale shukay
Joler arame ghum esey jay