Mone Koro Prithibite Lyrics | মনে কর পৃথিবীতে লিরিক্স

Mone Koro Prithibite in Bengali

Song: Mone Koro Prithibite
Singer: Kumar Sanu
Language: Bengali Song

মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।

মনে কর তুমি আকাশ,
সেই আকাশে আমি তারা।
ও মনে কর তুমি নদী,
আমি সেই নদীর ধারা।
গোধূলিতে মিশে রব, মোহনায় ভেসে যাবো
কখনো জীবন গেলেও।

মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।

মনে কর তুমি আলো,
আমি তার আলো ছায়া।
ও মনে কর রাত্রি আমি,
তুমি তার নীল চাঁদোয়া।
ও আলো আর আঁধারিতে,
রব মোরা একসাথে
হাজার বাঁধা এলেও।

মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।

FAQ About Mone Koro Prithibite Song:

Who is the Singer of the song ‘Mone Koro Prithibite?

 Kumar Sanu has sung the songShudhu Tomari Jonyo“.

Who wrote the lyrics of the song? “Mone Koro Prithibite“?

Shagor Al Helal has written the lyrics of “Mone Koro Prithibite“.

Who is the Music Director of the song ‘Mone Koro Prithibite?

Pronob Ghosh directed the music of the song “Mone Koro Prithibite“.

Spread the love

Leave a Comment