Mon Matal Sanjh Sakal Lyrics in Bengali
Song: Mon Matal Sanjh Sakal
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে
নিত্য কাল স্বপ্ন-জাল
মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে
সব অচেনা লাগে মনে হয়
কিছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
সব অচেনা লাগে মনে হয়
কিছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
গীত হীনা প্রাণ-বীণা
কেন মিছে সাঁধে
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে
ভুলে যাওয়া ভুলে গেছে
মন
কেন মনে রাখে
আস্থাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
ভুলে যাওয়া ভুলে গেছে
মন
কেন মনে রাখে
আস্থাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
সান্তনা কিছু না আমার
প্রেমের ফাঁদে
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে
নিত্য কাল স্বপ্ন-জাল
মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঁঝ-সকাল কেন
শুধুই কাঁদে।