Mon Amar Ek Notun Lyrics | মন আমার এক নতুন লিরিক্স

Mon Amar Ek Notun in Bengali

Song: Mon Amar Ek Notung
Singer:  Kumar Sanu and Bijayata
Language: Bengali Song

বলবো কি করে কি হলো আমার
কি হারালো আর কি এলো আমার।

মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
হো.. মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।

মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার, তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে,
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে।
আমায় ফেলে আর কারো সাথে চলবেনা
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে,
ও আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে।
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদোরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

FAQ About Mon Amar Ek Notun Song:

Who is the Singer of the song ‘Mon Amar Ek Notun?

  Kumar Sanu and Bijayata has sung the song “Mon Amar Ek Notun”.

Who wrote the lyrics of the song? “Mon Amar Ek Notun“?

Pulak Bandhyapadhya has written the lyrics of “Mon Amar Ek Notun“.

Who is the Music Director of the song ‘Mon Amar Ek Notun?

Jatin Lalit directed the music of the song “Mon Amar Ek Notun“.

Spread the love

Leave a Comment