Mayer Murti Gorate Chai Lyrics |মায়ের মূর্তি গড়াতে চাই লিরিক্স

Song: Mayer Murti Gorate Chai
Singer: Sohini Mukherjee
Language: Bengali Song

Mayer Murti Gorate Chai in Bengali

মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মা বেটি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।

করে অসি মুণ্ডমালা
সে মাটি কি মাটির বালা,
করে অসি মুণ্ডমালা
সে মাটি কি মাটির বালা,
মাটিতে কি মনের জ্বালা
দিতে পারে নিভাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।

শুনেছি মা’র বরণ কালো
সে কালোতে ভূবন আলো,
শুনেছি মা’র বরণ কালো
সে কালোতে ভূবন আলো,
মায়ের মত হয় কি কালো
মাটিতে রং মাখাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।

অশিব-নাশিনী কালী
সে কি মাটি খড় বিচালি,
অশিব-নাশিনী কালী
সে কি মাটি খড় বিচালি,
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দেখাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।

মা বেটি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।

FAQ About Mayer Murti Gorate Chai Song:

Who is the Singer of the song ‘Mayer Murti Gorate Chai?

 Sohini Mukherjee has sung the song “Mayer Murti Gorate Chai”.

Who wrote the lyrics of the song? “Mayer Murti Gorate Chai“?

Sadhak Ramprasad Sen has written the lyrics of “Mayer Murti Gorate Chai“.

Spread the love

Leave a Comment