Maharaj Eki Saje Lyrics | মহারাজ একি সাজে

Maharaj Eki Saje Lyrics:


মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে
মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে
মহারাজ একি সাজে…



গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া
গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া
সকল মম দেহ মন বীণাসম বাজে
মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে
মহারাজ একি সাজে…



একি পুলকবেদনা বহিছে মধুবায়ে
কাননে যত পুষ্প ছিল, মিলিল তব পায়ে
একি পুলকবেদনা বহিছে মধুবায়ে
কাননে যত পুষ্প ছিল, মিলিল তব পায়ে
পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে
পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে
নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে



মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে
মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে
মহারাজ একি সাজে


Spread the love

Leave a Comment