Madhubasanta Lyrics | মধুবসন্ত লিরিক্স

Madhubasanta Lyrics in Bengali

Song: Madhubasanta
Singer: Aditi Munshi
Language: Bengali Song

কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
ফাগুনে আবির মেখেছে কালা
ফাগুনে আবির মেখেছে কালা,
রাইবিনোদী বলে শোনো
রাইবিনোদী বলে শোনো।

কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।

কানুর প্রেয়সী রাধা যদি হয়
আগুন কেন রাধাচূড়ায়?
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
মোহনের বাঁশি বলে যায়
মোহনের বাঁশি বলে যায়।

গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোক লাজে
সজনি আও আও লো।

প্রেম যদি করে ব্রজবিহারী
ছল কেন করে রাধে?
রাধারাণী বলে, ছলেতে আমায়
নব নব রূপে বাঁধে।

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া।

প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো।

কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া।

FAQ About Madhubasanta Song:

Who is the Singer of the song ‘Madhubasanta‘?

Aditi Munshi has sung the song “Madhubasanta“.

Who wrote the lyrics of the song? “Madhubasanta“?

Rabindranath Tagore, Kaji Nazrul has written the lyrics of “Madhubasanta“.

Who is the Music Director of the songMadhubasanta‘?

Aditya Paul directed the music of the song “Madhubasanta“.

Spread the love

Leave a Comment