Lifestyle Pujo Anthem Lyrics in Bengali
Song: Lifestyle Pujo Anthem
Singer: Rupam Islam
Language: Bengali Song
আকাশ মেঘের কোন
উড়ু উড়ু মন,
প্যান্ডেলে ওই বাঁশের আওয়াজ
কান পেতে শোন।
আকাশ হবে ফ্রেম
সেলফি তে সব মেম,
আল্পনা আর রঙ্গীন আলোর
শহর জুড়ে প্রেম।
আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।
স্টাইলে হবে শপিং, স্টাইলে আড্ডা ইপিং
অঞ্জলিটাও স্টাইল মেরে,
স্টাইলে প্যান্ডেল হপিং।
রাত জেগে ভোর বাড়ি
ঘুমের সঙ্গে আড়ি,
অষ্টমীর দুস্টুমীতে প্রেমের লুকোচুরি।
ফুচকার হ্যাচকা টান
রবি ঠাকুর, হিন্দি গান,
ক্যাপ বন্ধুক ফট ফটাফট
কচি-কাঁচার ফান।
আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।
এ আনবে পুজোর স্মাইল
আমার লাইফ-স্টাইল,
পুজো প্রাণের পুজো আমার
পুজো আমার স্টাইল।
Lifestyle Pujo Anthem Lyrics in English
Akash megher kon Uru uru mon
Pandel e oi bansher awaj
Kaan pete shon
Aaj ghore ferar daak
Aaj notun jamar taak
Matbe sobai nachbe sobai
Bajbe hajar daak
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Lifestyle Pujo Anthem‘?
Rupam Islam has sung the song “Lifestyle Pujo Anthem“.
Who wrote the lyrics of the song? “Lifestyle Pujo Anthem“?
Rupam Islam written the lyrics of “Lifestyle Pujo Anthem“.
Who is the Music Director of the song ‘Lifestyle Pujo Anthem?
Rupam Islam directed the music of the song “Lifestyle Pujo Anthem“.