Koto Sohojei Je Por Howa Jay in Bengali
Song: Koto Sohojei Je Por Howa Jay
Singer: Kumar Sanu
Language: Bengali Song
কতো সহজেই যে পর হওয়া যায়
কতো সহজেই যে পর হওয়া যায়
তুমি তা শেখালে, জানলাম বাঁধা ঘর
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়
কতো সহজেই যে পর হওয়া যায়
তুমি তা শেখালে
জানলাম বাঁধা ঘর,
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।।
যে ফুল ফোটাতে হয় যত্ন করে
আলো আর বাতাসের, কতো আদরে,
যে ফুল ফোটাতে হয় যত্ন করে
আলো আর বাতাসের, কতো আদরে,
তুমি যে শেখালে সেই,
ফুটে ওঠা ফুল,
খুশিমতো ছিঁড়ে ফেলা যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।।
যে প্রেম জীবনে আসে বহু সাধনায়
অনেক আনন্দে, বহু বেদনায়,
যে প্রেম জীবনে আসে বহু সাধনায়
অনেক আনন্দে, বহু বেদনায়,
তুমি যে শেখালে সেই,
বুক ভরা প্রেম,
মাটি তে যে ছুঁড়ে ফেলা যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়
কতো সহজেই যে পর হওয়া যায়,
তুমি তা শেখালে, জানলাম বাঁধা ঘর,
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।
FAQ About Koto Sohojei Je Por Howa Jay Song:
Who is the Singer of the song ‘Koto Sohojei Je Por Howa Jay?
Kumar Sanu has sung the song “Koto Sohojei Je Por Howa Jay“.
Who wrote the lyrics of the song? “Koto Sohojei Je Por Howa Jay“?
Pulak Bandyopadhyay has written the lyrics of “Koto Sohojei Je Por Howa Jay“.
- Age Jodi Jantam Re Bondhu Lyrics | আগে যদি জানতাম রে বন্ধু লিরিক্স
- Aat Ta Baje Deri Korish Na Lyrics |আটটা বাজে দেরি করিস না লিরিক্স
- Shada Shada Kala Kala Lyrics |সাদা সাদা কালা কালা লিরিক্স
- Amar Moner Akashe Lyrics |আমার মনের আকাশে লিরিক্স
- Mon Amar Ek Notun Lyrics | মন আমার এক নতুন লিরিক্স