Koto Adore Adore Lyrics | কত আদরে আদরে লিরিক্স

Koto Adore Adore Lyrics in Bengali

Song: Koto Adore Adore
Singer: Pousali Banerjee
Language: Bengali Song

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷

কত ভঙ্গী করি দাঁড়াইয়াছে
ভঙ্গী করি দাঁড়াইয়াছে একই আসনে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

শ্যামকুলে রাই রাইকুলে শ্যাম
শ্যাম রাই কুলেতে
শ্যাম রাই কুলেতে,
দুই অঙ্গে অঙ্গ হইলো ..
দুই অঙ্গে অঙ্গ হইলো মধুর মিলনে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

কি আনন্দ হইলো আজই নিকুঞ্জবনে
নিকুঞ্জবনে,
মেঘের কোলে সৌদামিনী ..
মেঘের কোলে সৌদামিনী উদয় গগনে,
মিলিল দুইজনে,
কতো আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে
সব সখীগণে,
রাধারমণ বলে আমায় রাইখো ..
রাধারমণ বলে আমায় রাইখো কমল-চরণে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

FAQ About Koto Adore Adore Song:

Who is the Singer of the song ‘Koto Adore Adore‘?

 Pousali Banerjee  has sung the song “Koto Adore Adore“.

Who wrote the lyrics of the song? “Koto Adore Adore?

Radharaman Dutta has written the lyrics of “Koto Adore Adore“.

Who is the Music Director of the songKoto Adore Adore‘?

Soumya Mukhopadhyay & directed the music of the song “Koto Adore Adore“.

Spread the love

Leave a Comment