Kichu Shwapno Lyrics | কিছু স্বপ্ন লিরিক্স

Kichu Shwapnoa in Bengali

Song: Kichu Shwapno
Singer: Hridoy Khan
Language: Bengali Song

কিছু স্বপ্ন, পায়না পথের ঠিকানা
কিছু আঁধার, ছুঁয়ে সে সীমানা,
ছুটেছি যে পথে আমি
জানিনা তার শেষ কোথায়।
আলো আঁধার খেলা করে
স্বপনেরই সেই ঠিকানায়,
তবু কিছু, আশা রেখেছি যত্ন করে
কিছু স্বপন, রেখেছি আমি মুঠো ভরে।

কাঁটার সাথে করেছি সন্ধি আমি
কখনো ছুঁয়োনা সেই সীমানা,
একই সইবো আমি।
ব্যথার পাহাড় এখানে
থাকে বইবো আমি,
কখনো খুঁজোনা সেই ঠিকানা
একাকী রইবো আমি।

চলার পথে ক্লান্ত হলে
ছায়া হয়ে রবো তোমার,
দুঃখ শোকের দীর্ঘ রাতে
ছুঁয়ে যাবো এই হৃদয়।
তোমার তবু আমি
যেতে চাই হেঁটে একলা পথে,
চাই না তোমায়
ছুঁয়ে যাক দুঃখ শত।
তবু কিছু, আশা রেখো তুমি যত্ন করে
কিছু স্বপন, রেখো তুমি আমায় ঘিরে।

FAQ About Kichu Shwapno Song:

Who is the Singer of the song ‘Kichu Shwapno?

Hridoy Khan has sung the song “Kichu Shwapno“.

Who is the Music Director of the song ‘Kichu Shwapno’?

Golam Sohrab Dodul directed the music of the song “Kichu Shwapno”.

Spread the love

Leave a Comment