Ki Jani Ki Je Holo Lyrics in Bengali
Song: Ki Jani Ki Je Holo
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
কি জানি কি যে হলো
কি জানি কি যে হলো
সারাদিন তার কথা কেন ভেবে যাই
ভালোবাসা যাকে বলে
হয়েছে কি তাইকি জানি কি যে হলো
কি জানি কি যে হলো
কোথা যেতে চাই আর কোথায় যে যাই
প্রেমের পথে আমি না বুঝে হারায়
কি জানি কি যে হলো
কি যে হলো
কৃষ্ণচূড়া আসে ফাগুনে
তার মতো রং স্বপ্ন পূরণ
হোক না প্রাণে
আমি যে তোমার বন্ধু হোলাম
হাত রেখে হাতে থাকবো যে সাথে
এই জীবনেকি জানি কি যে হলো
কি জানি কি যে হলো
পাখিদের মতো ডানা মেঘেতে ভাসায়
আকাশকে মেঘ ছাড়া কি করে চেনায়
কি জানি কি যে হলো
কি যে হলো
ভালোবাসা হলো ঢেউয়ের মতো
বাধাহীন থাকে অবিরত
যখনই তোমাকে দেখি
এত অনুরাগে
কাছে এলে আরো ভালো লাগে
চলা শুরু দিন ও রাতে
কিছু কিছু কথা কিছু নীরবতা
কিছু গোপনে
তোমার পথে আমিও পথিক
যাবো সেই দিকে থাকবো আবেগে
শুধু দুজনে
কি জানি কি যে হলো
কি জানি কি যে হলো
মন বলে আজ থেকে
এক হয়ে যায়
একই সুরে একই গান
একইভাবে গাই
কি জানি কি যে হলো
কি জানি কি যে হলো
কোথা যেতে চাই আর কোথায় যে যাই
প্রেমের পথে চলো না বুঝে হারায় |