Khuje Paabe Na Amake Lyrics | খুঁজে পাবে না আমাকে লিরিক্স

Khuje Paabe Na Amake in Bengali

Song: Khuje Paabe Na Amake
Singer: Somlata Acharyya Chowdhury
Language: Bengali Song

কি হবে? কে জানে?
আজ শব্দের ভিড়ে ভাবনা যায় পালিয়ে,
হারিয়ে,
ভেসে বেড়াই অজানা সুরের খোঁজে,
এভাবে,
দিশেহারা অস্থির আলোর রেষে
পাবে কে?
সময়ের কাঁটা দেবে যে ঘুরিয়ে।

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।..

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে,
খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও যদি নিজেকে
দেখ দাঁড়িয়ে আমি তোমার পাশে।

রাতের এই, ফাঁদেতে
নেশাতুর জগৎ মাতাল কোন খেয়ালে,
দাঁড়িয়ে, দাঁড়িয়ে,
ছুটে বেড়াই কোন স্বপ্নের হাতছানিতে,
যার টানে, যার টানে
আমার মনের ধোঁয়ারা যায় মিলিয়ে
ডাকে কে, ডাকে কে?
আমার আমি স্বাধীন সেই প্রান্তরে।

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।..

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে,
খুঁজে পাবেনা আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও যদি নিজেকে
দেখ দাঁড়িয়ে আমি তোমার পাশে।

দাঁড়িয়ে আমি তোমার পাশে তবু
আছে একটাই কথাই বলার শুধু
তুমি খোঁজো যাকে নেই সে যে এখানে
শুধু আছি আমি ফেলে সব পিছনে
আজ পৃথিবীতে নেই কোনো চিন্তা
ডান্সফ্লোরে জেগে ওঠে এই দিনটা
সব এলোমেলো ভাবনার বাজারে
আবেগের খেলা চলে আলো আঁধারে
চেয়ে দেখো তুমি সবাই হারিয়ে যায়
কুয়াশার মাঝে হঠাৎ মিলিয়ে যায়
এই ঘোরে আর পারছিনা থাকতে
তুমি থাকো আমি চলি নিঃশব্দে।

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে।
খুঁজে পাবেনা আমাকে..
ভুলে যাও যদি নিজেকে..

FAQ About Khuje Paabe Na Amake Song:

Who is the Singer of the song ‘Khuje Paabe Na Amake?

Somlata Acharyya Chowdhury has sung the song “Khuje Paabe Na Amake“.

Who wrote the lyrics of the song? “Khuje Paabe Na Amake“?

Abhisu Rakshit has written the lyrics of “Khuje Paabe Na Amake“.

Who is the Music Director of the song ‘Khuje Paabe Na Amake’?

Somdeb Sengupta​ directed the music of the song “Khuje Paabe Na Amake”.

Spread the love

Leave a Comment